
ফাঁসিদন্ডটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তিনি আরো বলেছেন , সাদ্দামের ভাই বারজান হাসান আল টিক্রিটি ও ইরাকের সাবেক বিপ্লবী আদালতের শীর্ষ বিচারপতি আওয়াদ আহমেদ আল বানদারকেও একই দিন ফাঁসি দেয়ার কথা ছিল , তবে ইরাকের সংশ্লিষ্ঠ বিভাগ স্থির করেছে যে ঈদুল আজহার পরে তাদের মৃত্যুদন্ড করা হবে ।

1 2 3 4
|