৩০ ডিসেম্বর চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত শিশুদের শরীরের পরিপক্কতা সংক্রান্ত চতুর্থ জরীপে দেখা দিয়েছে, চীনের শিশুদের পরিপক্কতার মান লক্ষ্যনীয়ভাবে উন্নত হয়েছে ।
জরীপের ফলাফল থেকে প্রতিপন্ন হয়েছে, গত ৩০ বছরে চীনের শিশুদের শরীরের উচ্চতা এবং ওজনে লক্ষ্যনীয় বৃদ্ধি পাওয়া গেছে । প্রধান প্রধান শহরগুলোতে শিশুদের পরিপক্কতার মান বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানদন্ডে উন্নীত হয়েছে।
এ জরীপে আরও দেখা দিয়েছে যে, শহরাঞ্চলের শিশুদের তুলনায় গ্রামাঞ্চলের শিশুদের পরিপক্কতার মান অপেক্ষাকৃতভাবে নীচু। চীনের মধ্য-পশ্চিমাঞ্চলের কোন কোন গ্রামগুলোতে অপুষ্টি এখনও শিশুদের পরিপক্কতা ও স্বাস্থ্যে বাধা সৃষ্টি করার প্রধান কারণ। অন্য দিকে অতি পুষ্টিকর হয়েছে বলে শহরাঞ্চলে শিশুদের মধ্যে অনেকের ওজন বেশী হয়েছে ।
উল্লেখ্য, ১৯৭৫ সাল থেকে প্রত্যেক দশ বছরের পর পর চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে পেইচিং, সাংহাই, হারবিন আর সিআন সহ ন'টি শহর এবং উপকন্ঠের শিশুদের পরিপক্কতার অবস্থা নিয়ে জরীপ চালানো হয়।
|