এ বছর প্রতিকূল আবহাওয়া থেকে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে মোট ২ হাজার ৭ শ' ৪জন লোক প্রাণ হারিয়েছে । এ থেকে সৃষ্ট প্রত্যক্ষ অর্থনৈতিক ক্ষতি দাড়িয়েছে ২১২ বিলিয়ন ইউয়ান ।
৩০ ডিসেম্বর চীনের আবহাওয়া ব্যুরোর প্রাকৃতিক দুর্যোগ বিভাগের প্রধান সুং লিয়েন ছুন ৩০ ডিসেম্বর এ কথা বলেছেন । তিনি আরো বলেছেন , ২০০৬ সালে চীনে প্রতিকূল আবহাওয়া থেকে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ বেশী । টাইফুন ছয়বার চীনে প্রবেশ করেছিল । টাইফুনে মৃত্যুদের সংখ্যা আবহাওয়ার দুর্যোগে নিহতদের মোট সংখ্যার অর্ধেক । ১৯৯৮ সালের পর ২০০৬ সাল হলো আরেক গুরুতর প্রাকৃতিক দুর্যোগের বছর ।
পৃথিবীতে চীনের প্রাতৃকিত দুর্যোগ বেশি । প্রতি বছর গড়পড়তা ৪০ কোটি লোক প্রাকৃতিক দুর্যোগের শিকার হয় । এ সব দুর্যোগের গড়পড়তা অর্থনৈতিক ক্ষয়ক্ষতি ২০০ বিলিয়ন ইউয়ান । প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে ৭০ শতাংশই আবহাওয়া থেকে সৃষ্ট দুর্যোগ ।
|