৩০ ডিসেম্বর শ্রীলংকার জাতীয় টিভি কেন্দ্রের রিপোর্টে বলা হয়েছে, কমপক্ষে ৩৫ জন সরকার বিরোধী সশস্ত্র শক্তি এল টি টি ই'র সদস্যা এ দিনের ভোরে শ্রীলংকার পূর্বাঞ্চলে এ সংস্থার বিছিন্নতাবাদী সশস্ত্র শক্তির গুলিতে নিহত হয়েছে।
খরবে জানা গেছে, এ দিন ভোরে এল টি টি ই'র কারুনা সম্প্রদায় শ্রীলংকার পূর্বাঞ্চলে এই সংস্থার প্রধান সম্প্রদায়ের তিনটি ঘাঁটির উপর হামলা চালিয়েছে। এতে এল টি টি ই'র প্রধান সম্প্রদায়ের ৩৫ জন সদস্য নিহত হয়েছে এবং ২৫ জন আহত হয়েছে।
কারুনা এল টি টি ই'র পূর্বাঞ্চলের সামরিক নেতা ছিলেন। ২০০৪ সালের মার্চ মাসে এই সংস্থার সর্বোচ্চ নেতা ভেলুপিল্লাই প্রাবহাকারানের সঙ্গে আলাদা করেছিলেন।
|