পিপলস ডেইলি সূত্রে জানা গেছে, ২০০৬ সালে চীনে গ্রামাঞ্চলে মোট ২ লাখ ৬০ হাজার কিলোমিটারের সড়ক পথ নির্মাণ করা এবং পুনঃনির্মাণ করা হয়েছে। ৩০ হাজার প্রশাসনিক গ্রামে পিচ ঢালা ও সিমেন্টের সড়কের ব্যবস্থা করা হয়েছে। ফলে ৩ কোটি জনগণ সুবিধা পেয়েছেন।
২৯ ডিসেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত চীনের পরিবহন বিষয়ক এক জাতীয় কর্মসম্মেলনে উল্লেখিত তথ্য প্রকাশ করা হয়েছে। খবরে জানা গেছে, আগামী বছরে চীন গ্রামাঞ্চলে আরো ৩ লাখ কিলোমিটারের সড়ক নির্মাণ করা হবে। চীন অব্যাহতভাবে এ ক্ষেত্রে পুঁজি বিনিয়োগ বাড়াবে এবং বিশেষভাবে মধ্য ও পশ্চিমাঞ্চলে বেশী পুঁজি বিনিয়োগ করবে। সঙ্গে সঙ্গে সরকার কৃষকদের সক্রিয়ভাবে যার যার থানা বা গ্রামের রাস্তা নির্মাণে অংশ নেয়ার জন্যে অনুপ্রেরণা করবে।
|