অনুষ্ঠান প্রচারিত হচ্ছে চীন আন্তর্জাতিক বেতার থেকে । এখন শুনুন চীন আন্তর্জাতিক বেতার ও চীনের সবচেয়ে প্রভাবশালী পিপল্স ডেইলীর যৌথভাবে প্রকাশিত ২০০৬ সালের দশটি প্রধান আন্তর্জাতিক সংবাদ । পড়ছি আমি শি চিং ।
১. ১০ জানুয়ারী ইরান আবারো পরমাণু জ্বালানী গবেষণা কার্যক্রম শুরু করেছে । ৩১ জুলাই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত একটি প্রস্তাবে ইরানের প্রতি ৩১ আগস্টের আগে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সংগে সম্পর্কিত যাবতীয় তত্পরতা বন্ধ করার দাবি জানানো হয় , নইলে ইরান অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপের সম্মুখীন হবে । ২৩ ডিসেম্বর নিরাপত্তা পরিষদে গৃহীত ১৭৩৭ নম্বর প্রস্তাবে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয়া হয় । তবে ইরান এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং বলেছে যে, ইরান তার পরমাণু কার্যক্রম সামনে এগিয়ে নিয়ে যাবে ।
২. ১৫ জানুয়ারী যুক্তরাষ্ট্রের স্টারডাস্ট নামক অনুসন্ধানকারী খেয়াযান প্রথমবারের মত ধূমকেতুর ধুলির নমুনা নিয়ে এসেছে । তারপর ইউরোপের মহাকাশ ব্যুরোর মার্স একসপ্রেস নামক খেয়াযান অবাধে শুক্রগ্রহের নিকট গতিপথে প্রবেশ করেছে । স্মার্ট- ১ নামক চাঁদ অনুসন্ধান খেয়াযান চাঁদের সংগে আঘাত লাগিয়ে অভিযান চালিয়েছে ।
৩.২৫ জানুয়ারী ফিলিস্তিনের আইন প্রণয়ন সভার নির্বাচনে হামাস জয়লাভ করেছে । ফলে ফিলিস্তিন ও ইসরাইলের সম্পর্ক আবারো উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে । ১২ জুলাই লেবাননের হিজবুল্লাহ সশস্ত্র দল ইসরাইলের ওপর অতর্কিত আক্রমণ চালায় এবং দুজন ইসরাইলী সৈনিককে অপহরণ করে । তার পর পরই ইসরাইলী বাহিনী জিম্মীদের উদ্ধার করার নামে ব্যাপক আকারে লেবাননের বিরুদ্ধে আক্রমণ চালায় । ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তেজনাসংকুল হয়ে ওঠে ।
৪.এ বছরের গোড়ার দিক থেকে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বেড়েই চলেছে । জুলাই মাসে প্রতি ব্যারেল তেলের দাম ৭৮.৪ মার্কিন ডলারে উন্নীত হয়েছিল । তবে আগস্ট মাসের পর তেলের দাম হ্রাস পেতে শুরু করে। ১৬ ডিসম্বর চীন , ভারত , জাপান , দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের জ্বালানী মন্ত্রীরা পেইচিংয়ে এক বৈঠকে আন্তর্জাতিক জ্বালানীর নিরাপদ , স্থিতিশীল ও টেকসই বিকাশের উপায় নিয়ে আলোচনা করেছেন ।
৫.২০ মে ইরাক যুদ্ধের পর প্রথম জাতীয় ঐক্য সরকার শপথ গ্রহণ করেছে । ৫ নভেম্বর ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ফাঁসি দিয়ে মৃত্যুদন্ড দেয়ার রায় দেয়া হয়েছে । একই সময় ইরাকে সম্প্রদায়িক সংঘর্ষ তীব্র থেকে তীব্রতর হয়েছে। সহিংস ঘটনা বেড়েই চলেছে ।
৬.আগস্ট মাসের শেষ দিকে বাজারে কৃষি ও অকৃষি পণ্যের প্রবেশের সমস্যায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের সদস্য দেশগুলোর মধ্যে গুরুতর মতভেদ থাকায় দোহা দফা বিশ্ব বাণিজ্য সংক্রান্ত আলোচনা মূলতবী রাখা হয়েছে ।
৭.৩ থেকে ৫ নভেম্বর পর্যন্ত চীন - আফ্রিকা সহযোগিতা ফোরামের পেইচিং শীর্ষ সম্মেলন ও তৃতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলন সাফল্যের সংগে অনুষ্ঠিত হয়েছে । তাছাড়া এ বছর চীনের উদ্যোগে সাফল্যের সংগে শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন ও চীন-আসিয়ান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
৮.৯ অক্টোবর উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা চালিয়েছে । ১৪ অক্টোবর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত একটি প্রস্তাবে উত্তর কোরিয়ার প্রতি পারমাণবিক অস্ত্র ও পারমাণবিক কার্যক্রম ত্যাগ করা এবং অবিলম্বে বিনাশর্তে ছয় জাতি বৈঠকে ফিরে আসার দাবি জানানো হয়েছে । ১৮ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত ছয় জাতির বৈঠকের দ্বিতীয় পর্যায়ের অধিবেশন পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে ।
৯.১৩ অক্টোবর জাতিসংঘের ৬১তম সাধারণ পরিষদ আনুষ্ঠানিকভাবে ৬২ বছর বয়সী দক্ষিণ কোরীয় নাগরিক বান কি মোনকে কফি আনানের স্থলে জাতি সংঘের অষ্টম মহাসচিব পদে নিযুক্ত করেছে।
১০.এ বছর লাতিন আমেরিকার দশটি দেশে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । ব্রাজিল , চিলি ও ভেনিজুয়েলার বামপন্থী পার্টিগুলো তাদের অবস্থান রক্ষা করেছে ।
|