ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়াহের সঙ্গে টেলিফোনে আলপ করেছেন। যাতে দু'পক্ষের সম্পর্ক ভালভাবে উন্নত করা যায়। ১৬ ডিসেম্বর আব্বাস নির্দিষ্ট সময়ের আগে সাধারণ নির্বাচনের ঘোষণা দেয়ার পর দু'পক্ষের মধ্যে এই প্রথম আলোচনাহলো ।
এদিন হানিয়াহ সৌদী আরব সফর করেন। জানা গেছে, আব্বাস হানিয়াহ'র সফরের সাফল্য কামনা করেছেন। হানিয়াহও আব্বাসকে ধন্যবাদ জানিয়েছেন।
এর আগে, হানিয়াহ'র নেতৃত্বাধীন হামাস নির্দিষ্ট সময়ের আগে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনেরসমালোচনা করেছেন এবং ফাতাহের সঙ্গে ব্যাপকভাবে সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়েছে। এতে অনেক লোক নিহত হয়েছে। গতসপ্তাহে দু'পক্ষের মধ্যে গুলি বিনিময় বন্ধ হয়েছে। তবে তাদের সম্পর্ক আরো উত্তেজনাদর হয়েছে।
|