২৯ ডিসেম্বর চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির অধিবেশনে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে , যাচাই করার জন্য চীনের প্রকৃত অধিকার আইনের খসড়া প্রস্তাব ও শিল্প প্রতিষ্ঠানের আয় কর আইনের খসড়া প্রস্তাব আগামী বছরের ৫ মার্চ জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক পূর্ণাঙ্গ অধিবেশনে দাখিল করা হবে ।
প্রকৃত অধিকার আইন চীনের আইন ব্যবস্থায় কাঠামোমূলক ভূমিকা পালন করছে । এই আইনের খসড়া প্রস্তাবে চীনের মৌলিক অর্থনৈতিক ব্যবস্থা প্রকাশ পাওয়ার পাশাপাশি সরকারী ও বেসরকারী প্রকৃত অধিকার সমানভাবে সুরক্ষা করার নীতি মেনে নেয়া হয়েছে ।
শিল্প প্রতিষ্ঠানের আয় কর আইনের খসড়া প্রস্তাবে লিপিবদ্ধ করা হয়েছে যে , ২৫ শতাংশ নতুন করের হার অনুযায়ী চীনের অভ্যন্তরীণ ও বিদেশী পুঁজি বিনিয়োজিত শিল্প প্রতিষ্ঠানের কাছ থেকে কর আদায় করা হবে ।
|