গত দশ বছর ধরে মাতৃভূমিতে ফিরে স্বল্পমেয়াদী চাকরি করার জন্য চীনের শিক্ষা মন্ত্রণালয় বিদেশে শিক্ষারত ১২ হাজার চীনা ছাত্রছাত্রীদের অর্থ সাহায্য দেয়ার কর্মসূচী চালু করেছে ।
এই কর্মসূচী শুরু হয় ১৯৯৫ সালে । এই কর্মসূচীর উদ্দেশ্য মাতৃভূমিতে ফিরে স্বল্পমেয়াদী চাকরি করার জন্য বিদেশে শিক্ষারত চীনা ছাত্রছাত্রীদের আকর্ষণ করা । এই কর্মসূচী অনুযায়ী , পশ্চিম চীনের কানসু প্রদেশে পরিসেবা করা এবং তিন গিরিখাত জলাধারে পরিবেশ সুরক্ষার কাজ চালানোর জন্য বিদেশে শিক্ষারত চীনা ছাত্রছাত্রীদের নিয়ে দু'টি পরিসেবা দল গঠন করা হয়েছিল । গত ১০ বছর ধরে বহু শ্রেষ্ঠ চীনা ছাত্রছাত্রী এই কর্মসূচীর মাধ্যমে সরকারী অর্থ সাহায্য পেয়ে চাকরি বা নিজের কোম্পানি স্থাপন করার জন্য দেশে ফিরে এসেছেন ।
খবরে প্রকাশ , ভবিষ্যতে শিক্ষা মন্ত্রণালয়ের এই কর্মসূচী আরো ভালভাবে চালু করার জন্য আরো বেশি অর্থ বরাদ্দ করা হবে ।
|