চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য অফিস ২৯ ডিসেম্বর প্রকাশিত "চীনের প্রতিরক্ষা শ্বেতপত্র ২০০৬"-এ বলেছে, চীনে "পারমাণবিক অস্ত্রের পরীক্ষা সার্বিকভাবে নিষিদ্ধের চুক্তি" অনুসরণের প্রস্তুতি কাজ ভালোভাবে চলছে এবং চীনের অভ্যন্তরীণ ১১টি আন্তর্জাতিক তত্ত্বাবধান ব্যবস্থা সংক্রান্ত কেন্দ্র নির্মাণের কাজ ইতিবাচকভাবে চলছে।
জানা গেছে, বর্তমানে হাইলার ,লানচৌতে দুটি মৌলিক ভূমিকম্প কেন্দ্র এবং পেইচিং, কুয়াংচৌ, লানচৌতে তিনটি রেডিওঅ্যাকটিভ নিউক্লিড কেন্দ্র গড়ে তোলা হয়েছে। পেইচিং, খুনমিংয়ে দুটি ইনফ্রাসোনিক কেন্দ্র গড়ে তোলার কাজও সম্পন্ন হয়েছে। শিগ্গীরই নির্মাণ শুরু হবে। চীনের রাষ্ট্রীয় উপাত্ত কেন্দ্র ও পেইচিং রেডিওঅ্যাকটিভ নিউক্লিড পরীক্ষাগার নির্মাণ হয়েছে এবং পরীক্ষামূলক পর্যায়ে প্রবেশ করেছে।
|