চলতি বছর চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের পর্যটন শিল্পের মোট আয় ১৬ বিলিয়ন ইউয়ান রেনমিনবি দাঁড়িয়েছে, যা গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ১৬ শতাংশেরও বেশি ।
সিনচিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের পর্যটন ব্যুরোর দায়িত্বশীল ব্যক্তি বলেছেন, চলতি বছর সিনচিয়াং'র পর্যটন শিল্প অব্যাহতভাবে উন্নত হয়েছে । কানাস, ইলিসহ বিভিন্ন প্রাকৃতিক পর্যটন স্থানে ভ্রমণ, রেশম পথে উন্নত ভ্রমণ, তুষার ভ্রমণ, বিশেষ অনুসন্ধানী ভ্রমণ এবং সীমান্ত অঞ্চলের জিনিস কেনা ভ্রমণসহ বিভিন্ন উইগুর বৈশিষ্ট্যসম্পন্ন পর্যটন সামগ্রী উত্পাদন করা হয়েছে ।
সিনচিয়াং হচ্ছে চীনের বৈশিষ্ট্যসম্পন্ন পর্যটন এলাকাগুলোর মধ্যে অন্যতম, বিশেষ প্রাকৃতিক দৃশ , জাতীয় রীতিনীতি ও ইতিহাসিক সংস্কৃতি রয়েছে । ইতিহাসে সিনচিয়াং হচ্ছে বিশ্বের বিখ্যাত রেশম পথের এক গুরুত্বপূর্ণ অংশ ।
|