রাশিয়ার প্রাকৃতিক গ্যাস শিল্প লিমিটেড কোম্পানির মুখপাত্র সের্গেই কুপ্রিয়ানোভ ২৮ ডিসেম্বর বলেছেন, আগামী বছর প্রাকৃতিক গ্যাসের সরবরাহ সমস্যায় রাশিয়া বেলারুসের সঙ্গে একমত হয়নি ।
তিনি বলেছেন, রাশিয়ার প্রাকৃতিক গ্যাস শিল্প লিমিটেড কোম্পানি বেলারুসকে প্রত্যেক কিউবিকমিটার গ্যাস ০.১০৫ মার্কিন ডলার দামে আমদানি করার দাবি জানিয়েছে।এটি রাশিয়ার চূড়ান্ত দাম। জানা গেছে, রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল ফরাডকোভ এদিন বেলারুসের প্রধানমন্ত্রী সের্গেই সিডোর্স্কির সঙ্গেটেলিফোনে জ্বালানীসম্পদ সমস্যা নিয়ে আলোচনা করেছেন।
ই ইউ কমিটির দায়িত্বশীল জ্বালানীসম্পদ বিষয়ক সদস্য আনডরিস পিয়েবালগস বিবৃতিতে রাশিয়া ও বেলারুসের মধ্যে চুক্তি স্বাক্ষর করার আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেছেন, এ বিষয়ে সম্পর্কের উন্নয়ন ই ইউভূক্ত দেশগুলোতে রাশিয়ার প্রাকৃতিক গ্যাসর সরবরাহ প্রভাবিত হওয়ার সম্ভাবনা আছে। ই ইউ এ পরিস্থিতির উন্নয়নের উপর গুরুত্ব দেয়।
|