ইথিওপিয়ার প্রধানমন্ত্রী মেলেস জেনায়ি ২৮ ডিসেম্বর এবরের ইথিওপিয়া সোমালিয়ার সাম্প্রদায়িক সশস্ত্র ইসলামি আদালত ইউনিয়নের সামরিক অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্র অংশ নেয়ার কথা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ইথিওপিয় বাহিনী নিজেদের শক্তিতে সোমালিয়ার সাম্প্রদায়িক সশস্ত্র যোদ্ধাদের সংঘর্ষে পরাজিত করেছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, এবারের অভিযানে মার্কিন বাহিনী অংশ নেয়নি। এর পাশা পাশি তিনি স্বীকার করেছেন যে, সন্ত্রাসদমন ক্ষেত্রে ইথিওপিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র অজস্র সহযোগিতা করেছে। ইথিওপিয় বাহিনী সোমালিয়ার সাম্প্রদায়িক সশস্ত্রযোদ্ধাদের দমন করার সময়ে দু'পক্ষের মধ্যে গোয়েন্দা তথ্য অব্যাহতভাবে বিনিময় হয়েছে।
এখন ইথিওপিয় বাহিনীর কাজ হচ্ছে সাম্প্রদায়িক সশস্ত্র যোদ্ধাদের অনুপ্রবেশকে রোধ করা এবং কাজ শেষ হলে, ইথিওপিয় বাহিনী যত তাড়াতাড়ি সম্ভব সোমালিয়া থেকে প্রত্যাহার করার কথা তিনি আবার ঘোষণা করেছেন।
|