পিপলস ডেইলী প্রবাসী পত্রিকার খবরে প্রকাশ, নভেম্বর মাস পর্যন্ত, এ বছর চীন মোট ৮৬টি উন্নয়নশীল দেশকে সাহায্য করেছে, ৫১টি প্রকল্পের ব্যয় বহন করেছে এবং ৫১ কিস্তী সাধারণ সরঞ্জামাদির যোগান দিয়েছে।
চীনের বাণিজ্যমন্ত্রণালয় ২৮ ডিসেম্বর এ খবর জানিয়েছে।
জানা গেছে, চলতি বছর চীন ব্যাপকভাবে বিদেশীদের প্রশিক্ষণ দিয়েছে। ৬ হাজারেরও বেশী উন্নয়নশীল দেশ ও আঞ্চলিক সংস্থা থেকে কর্মকর্তা ও প্রযুক্তিবিদ প্রশিক্ষণে অংশ নিয়েছেন।
চলতি বছর চীন সেনিগালের জাতীয় থিয়েটার, কেনিয়ার নাইরোবির সড়ক, মঙ্গোলিয়ার উলানবাটোর ব্যায়ামশালা, মিসরের সুয়েজ বিশেষ অঞ্চলের পুঁজি বিনিয়োগ পরিসেবা ভবন এবং গিনি বিসাউ'র পৌরসভার অফিস ভবন নির্মাণসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে দশ কোটি ইউয়ান রেনমিনবি'র ব্যয় করেছে।
|