২৮ ডিসেম্বর চীনে নিযুক্ত এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধি অফিস বলেছে, এশীয় উন্নয়ন ব্যাংক ৬০ বিলিয়ন মার্কিন ডলার ঋণে ভিয়েতনামের রাজধানী হ্যানয় ও চীনের সীমান্ত এলাকার মধ্যে রেল যোগাযোগ পূণঃপ্রতিষ্ঠা করবে।
জানা গেছে, মোট ২৮৫ কিলোমিটার রেল পথ মেরামত করা হবে। কারণ এই রেলপথের অধিকাংশ অংশ ১৯১০ সালের আগে নির্মিত এবং পরিচর্যার বরাদ্দ খুব কম, এখন রেলপথটি খুবই ভাঙাচোরা।
এই প্রকল্পে পুরনো লাইন নতুন করা, নতুন সেতু ও স্টেশন নির্মাণ করা হবে। তা ছাড়া, রেলপথ ব্যবহারকারী ও রেল পথের কাছে অধিবাসীদের নিরাপত্তা জোরদার করা হবে।
এশীয় উন্নয়ন ব্যাংকের একজন কর্মকর্তা বলেছেন, এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে রেল পথের পরিবহনের পরিমান বৃদ্ধি করা এবং চীন-ভিয়েতনাম বাণিজ্যিক আদান-প্রদান জোরদার করা।
|