চীন সরকার ২৯ ডিসেম্বর "চীনের প্রতিরক্ষা শ্বেতপত্র২০০৬" প্রকাশ করবে । শ্বেতপত্রে সাম্প্রতিক দু'বছরে সার্বিকভাবে চীনের প্রতিরক্ষা ও বাহিনীর আধুনিকায়ন প্রক্রিয়া জানানো হবে ।
চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের পরিচালক ছাই উ ২৮ ডিসেম্বর পেইচিংয়ে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানিয়েছেন । জানা গেছে , চীন সরকার ১৯৯৮ সাল থেকে এ পঞ্চম বার প্রতিরক্ষা বিষয়ক শ্বেতপত্র প্রকাশ করবে ।
|