সোমালিয়ার ধর্মীয় দল ইসলামী আদালত ইউনিয়নের কার্য-নির্বাহী কমিটির চেয়ারম্যান শেইখ শারিফ শেইক আহমেদ ২৮ ডিসেম্বর বলেছেন, রাজধানী মোগাডিশু থেকে ইসলামী আদালত ইউনিয়নের সব সদস্য প্রত্যাহার করা হয়েছে।
তিনি কাতার ভিত্তিক আল-জাজিরা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন, ইসলামী আদালত ইউনিয়নের সব সদস্য মোগাডিসু থেকে প্রত্যাহার করা হয়েছে। তাঁরা সকল বিদেশী বাহিনী সোমালিয়া থেকে প্রত্যাহারের জন্য একটি প্রস্তাব প্রণয়ন করেছেন।
ইথিওপিয়া বাহিনীর সমর্থনে সোমালিয়ার অন্তর্বর্তিকালীন সরকারী বাহিনী ২৭ ডিসেম্বর মোগাডিসু থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে বারাদ জেলায় এগিয়ে যায়। আফ্রিকান ইউনিয়ন, জিসিসি এবং আরব লীগ একইদিনে ইথিওপিয় বাহিনী সোমালিয়া থেকে প্রত্যাহার করা এবং সোমালিয়ার সরকারী বাহিনী ও ইসলামী আদালত ইউনিয়নের মধ্যে যথাশীঘ্রই সার্বিক যুদ্ধবিরতি ও সংলাপের মাধ্যমে বিরোধ সমাধানের আহ্বান জানিয়েছে।
|