চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ২৮ ডিসেম্বর পেইচিংয়ে জোর দিয়ে বলেছেন, টোকিও বিচারের রায় অস্বীকার করা যায় না।
টোকিও বিচার হচ্ছে দূর প্রাচ্য আন্তর্জাতিক সামরিক আদালতে ১৯৪৬ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্ব যুদ্ধে জাপানী যুদ্ধ-বন্দীদের বিচার। রায়ে বিস্তারিতভাবে জাপানের চীনে অনুপ্রবেশ যুদ্ধের ইতিহাস ব্যাখ্যা করা হয়েছে, আন্তর্জাতিক আইনের ভিত্তিতে চীনে জাপানী অনুপ্রবেশেরনানা অপরাধ প্রণয়ন করা হয়েছে।
২৮ ডিসেম্বর অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে ছিন কাং বলেছেন, টোকিও বিচার সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেক আগে থেকে অভিন্ন মতামত রয়েছে। জাপানীদের অনুপ্রবেশের অখন্ডনীয় প্রমাণ রয়েছে। টোকিও বিচারের রায় অস্বীকার করা যায় না।
সদ্যসমাপ্ত চীন-জাপান অভিন্ন ইতিহাস গবেষণা কমিটির প্রথম অধিবেশন সম্পর্কে ছিন কাং বলেছেন, পন্ডিতও সরকার উভয়কেই ইতিহাস, ভবিষ্যত ও জনগণের প্রতি দায়িত্ব বহন করা এবং বাস্তবতাকে সম্মান করার ভিত্তিতে ইতিহাস নিয়ে গবেষণা করা উচিত। দু'পক্ষের পন্ডিতরা সবই সঠিকভাবে ইতিহাস বিবেচনা করে ভবিষ্যত-মুখী মর্ম নিয়ে গবেষণা করার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা আশা করি, এ মর্ম দু'দেশের পন্ডিতদের অভিন্ন গবেষণায় সবচেয়ে বড় অবলম্বণ হবে।
|