বাংলাদেশের নির্বাচন কমিশন ২৭ ডিসেম্বর ঘোষণা করেছে যে , আগামী সাধারণ নির্বাচনে অংশ গ্রহণের জন্য প্রাক্তন প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদের যোগ্যতা বাতিল করা হয়েছে । ফলে বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ ২০০৭ সালের ২২ জানুয়ারী অনুষ্ঠিতব্য বাংলাদেশের নবম সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না ।
কার্যমেয়াদে বড় অংকের দুর্নীতি করার অভিযোগে ১৪ ডিসেম্বর বাংলাদেশের হাইকোর্ট এরশাদকে দু' বছর কারাদন্ডের আদেশ দেয় । তিনি সুপ্রীম কোর্টে আপীল করার পর ২৬ ডিসেম্বর সুপ্রীম কোর্ট হাইকোর্টের রায় বহাল রাখে । বাংলাদেশের সংবিধান অনুযায়ী , সংসদ নির্বাচনে যোগদানের জন্য তার যোগ্যতা বাতিল হয়েছে । ২৭ ডিসেম্বর বাংলাদেশের নির্বাচন কমিশন আলোচনার মাধ্যমে নির্বাচনে অংশ গ্রহণে এরশাদের যোগ্যতা বাতিল করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয় ।
|