এ বছর চীনে প্রলয়ঙ্করী দুর্যোগ একটানা ঘটেছে । ১৯৯৮ সালের পর চীন আরেকবার প্রবল বন্যায় গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় । এক অসমাপ্ত পরিসংখ্যান অনুযায়ী , এ বছর চীনে বিবিধ দুর্যোগে ২ হাজার ৭ শো ৪ জন লোক নিহত হয়েছে । অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ২১২ বিলিয়ন রেনমিনপি'তে দাঁড়িয়েছে ।
পরিসংখ্যান থেকে জানা গেছে , এ বছর ৭টি টাইফুনের আঘাতে চীন অভূতপূর্ব ক্ষতিগ্রস্ত হয়েছে ।
তা ছাড়া এবছরের বসন্তকালে উত্তর চীনে খরা ও ১৮ বার বালিঝড় হয় । গ্রীষ্মকালে দক্ষিণ-পশ্চিম চীনে প্রবল খরা হয় । শরত্কালে মধ্য ও পূর্ব চীনের বেশির ভাগ অঞ্চল ভীষণ কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে । এতে যানবাহন ও জনসাধারণের জীবনযাত্রা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ।
চীনের রাষ্ট্রীয় আবহাওয়া কেন্দ্রের চেয়ারম্যান তুং ওয়েন জে ২৮ ডিসেম্বর বলেছেন , আগামী বছর দক্ষিণ চীনে বন্যা আর উত্তর চীনে খরাভিত্তিক আবহাওয়া আবার দেখা যাবে ।
|