২৭ ডিসেম্বর ইন্টারনেটে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেইনের নামে লেখা একটি চিঠি প্রকাশিত হয়েছে। চিঠিতে সাদ্দাম বলেছেন, তিনি দেশের জন্য নিজেকে উত্সর্গ করবেন। তিনি ইরাকী জনগণের উদ্দেশ্যে সংহতি অবলম্বন করে ঘৃণা ভুলে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
সাদ্দামের কৌঁসুলী দলের সদস্য ইসাম ঘাজাভি তথ্য মাধ্যমকে বলেছেন, আরবী ভাষায় লেখা চিঠিটি ৫ নভেম্বর ইরাকের উচ্চ আদালত সাদ্দামকে মৃত্যুদণ্ড দেয়ার দিনে সাদ্দাম নিজেই লিখেছেন।
চিঠিতে সাদ্দাম ইরাকী জনগণের উদ্দেশ্যে ঘৃণা ভুলে যাওয়া, ইরাকে অনুপ্রবেশকারী সরকার ও জনসাধারণকে বিভক্তকারী দখলদারদের প্রতিরোধ করার আহ্বান জানান। তবে সে সব দেশের জনগণ শত্রু না ভাবার আহ্বান জানিয়েছেন।
২৬ ডিসেম্বর ইরাকের আপিল আদালত গত ৫ নভেম্বর উচ্চ আদালতের দেয়া সাদ্দামকে মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখেছে। ইরাকের আইন অনুযায়ী, মৃত্যুদণ্ড ঘোষণার ৩০ দিনের মধ্যে কার্যকর করতে হবে।
|