দক্ষিণ কোরিয়ার একীকরণমন্ত্রী লি জা জোং ২৮ ডিসেম্বর সিউলে বলেছেন, দক্ষিণ কোরিয় সরকার উত্তর কোরিয়ার সঙ্গে পুনরায় আলোচনা করতে ইচ্ছুক ।
তিনি বলেছেন, দু'দেশের আলোচনা কোরিয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সম্পর্ক ছ'পক্ষীয় বৈঠককে ত্বরান্বিত করবে । উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা ছ'পক্ষীয় বৈঠক পুনরায় শুরু করার সঙ্গে সম্পর্কিত । তিনি বলেছেন, পুনরায় আলোচনা শুরু করতে দু'দেশের সরকারের মধ্যে চুক্তি দরকার । এ জন্য আলোচনা শুরুর সময় ঠিক করে বলা যাচ্ছে না ।
কোরিয় উপদ্বীপের মন্ত্রীদের বৈঠক হচ্ছে দু'দেশের সরকারের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের আলোচনা । দক্ষিণ ও উত্তর কোরিয়ার ১৯তম মন্ত্রী পর্যায়ের বৈঠক চলতি বছরের জুলাই মাসে দক্ষিণ কোরিয়ার ফুশানে অনুষ্ঠিত হয় । উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে সমস্যার সৃষ্টি হওয়ায় দু'পক্ষের বৈঠক একটু আগে শেষ হয়েছে ।
|