ইরানের পারমাণবিক সমস্যার প্রথম প্রতিনিধি, রাষ্ট্রীয় সর্বোচ্চ নিরাপত্তা কমিটির সচিব আলি লারিজিয়ানি ২৭ ডিসেম্বর এক বিশেষ কমিটি গঠন করে আন্তর্জাতিক আণবিক সংস্থার সঙ্গে সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করার দাবি জানিয়েছেন ।
লারিজিয়ানি তেহরানে সংবাদমাধ্যমকে বলেছেন , ইরানের সংসদ সরকারের প্রতি ইরানের পারমাণবিক পরিকল্পনা আরো ত্বরান্বিত করা সম্পর্কে প্রস্তাব গ্রহণ করা, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতামূলক নীতি সমন্বয় করা এবং ইরানের সংবিধান তত্ত্বাবধান কমিটি এ প্রস্তাব অনুমোদন দেয়ার কারণে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কমিটি একটি বিশেষ কমিটি গঠন করে এ সমস্যা নিয়ে সার্বিক গবেষণা করবে ।
তিনি আরো বলেছেন, সর্বোচ্চ নিরাপত্তা কমিটি এবং পারমাণবিক সমস্যা সংক্রান্ত কর্মকর্তারা এ বিশেষ কমিটির সদস্য হবেন । তাঁরা গবেষণার পর লারিজিয়ানির কাছে বিস্তারিত রিপোর্ট দাখিল করবেন ।
|