২৭ ডিসেম্বর ভোরে চীনের ইয়ুননান প্রদেশের খুনমিং থেকে বাংলাদেশের ঢাকা পর্যন্ত আন্তর্জাতিক কার্গো বিমান লাইন আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।
২৭ ডিসেম্বর থেকে প্রতি মঙ্গলবার ও শুক্রবার এই বিমান খুনমিং থেকে ঢাকায় যাবে। প্রতিটি বিমদন ১৮ টন মালামাল বহন করা যাবে।
ইয়ুননান হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ায় যোগাযোগের জন্য চীনের গুরুত্বপূর্ণ স্থান। খুনমিং বিমানবন্দর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে মালামাল পরিবহন করা যাবে। খুনমিং থেকে ঢাকা পর্যন্ত আন্তর্জাতিক নিয়মিত কার্গো বিমান চালু হওয়ায় চীন ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য নতুন একটি আন্তর্জাতিক পথ খোলা হয়েছে।
|