চীনের ভাইস প্রেসিডেন্ট জেং ছিংহোং ২৭ ডিসেম্বর পেইচিংয়ে বলেছেন, চীন লাওসের সঙ্গে পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা করতে ইচ্ছুক, যাতে দু'দেশের সম্পর্কের আরো সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়নকে ত্বরান্বিত করা যায় ।
সফররত লাওসের উপপ্রধানমন্ত্রী থোংলৌন সিসৌলিথের সঙ্গে সাক্ষাত্কালে তিনি বলেছেন, ২০০৬ সাল হচ্ছে চীন ও লাওসের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪৫তম বার্ষিকী । দু'দেশের নেতাদের পারস্পরিক সফরের মাধ্যমে দু'দেশের সার্বিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতায় গুরুত্বপূর্ণ মতৈক্য হয়েছে । চীন লাওসের সঙ্গে দু'দেশের শীর্ষ নেতাদের মধ্যে পৌছানো মতৈক্য বাস্তবায়ন করে, সক্রিয়ভাবে উচ্চপর্যায়ের পারস্পরিক সফর করে , অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি ও যুবকসহ বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের আদান-প্রদান ও সহযোগিতা জোরদার করতে এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক ব্যাপারে পারস্পরিক সমর্থন ও ঘনিষ্ঠ সহযোগিতা সম্প্রসারণ করতে ইচ্ছুক ।
থোংলৌন বলেছেন, লাওস সরকার চীনের সঙ্গে প্রচেষ্টা চালিয়ে দু'দেশের নেতাদের দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন সম্পর্কে মতৈক্য বাস্তবায়ন করবে এবং নতুন সময়পর্বে দু'দেশের ঐতিহ্যিক মৈত্রীর উন্নয়ন ত্বরান্বিত করবে ।
|