|
|
(GMT+08:00)
2006-12-27 20:16:52
|
|
চীনের গ্রামাঞ্চলে আরও বেশী ঋণদানের সমর্থন পাওয়া যাবে
cri
চীনের ব্যাংকিং সংক্রান্ত ফোরাম---২০০৬ ২৬ ডিসেম্বর পেইচিংএ অনুষ্ঠিত হয়েছে। চীন সরকারের ব্যাংকিং বিষয়ক উচ্চ পদস্থ কর্মকর্তা, চীনের প্রধান প্রধান ব্যাংকিং সংস্থার দায়িত্বশীল ব্যক্তি এবং দেশী-বিদেশী ব্যাংকিং বিশেষজ্ঞরা এবারের ফোরামে অংশ নিয়েছেন। ফোরামে অংশ গ্রহণকারীরা চীনের ব্যাংকিং ক্ষেত্রের গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আলোচনা করেছেন। চীনের গ্রামাঞ্চলের ব্যাংকিং শিল্পের উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশে সম্প্রতি চীনের ব্যাংক শিল্পের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা কমিশন যে নতুন বিধান প্রকাশ করেছে তা ছিল ফোরামে অংশ গ্রহণকারীদের প্রধানআলোচ্য বিষয়। এখন শুনুন চীন আন্তর্জাতিক বেতারের নিজস্ব সংবাদাতার লেখা একটি রিপোর্ট।
চীনে প্রায় ৭৬ কোট লোক গ্রামাঞ্চলে বসবাস করে। অন্য কথায় চীনের মোট লোকসংখ্যার ৫৭ শতাংশ মানুষ গ্রামাঞ্চলে বসবাস করে। কিন্তু চীনের গ্রামাঞ্চলে ব্যাংকিং সেবার মান শহরাঞ্চলের চেয়ে অপেক্ষাকৃতভাবে অনুন্নত। যেমন ধুরুন , ঝুঁকি বহনের ভয়ে কোন কোন বাণিজ্য ব্যাংক গ্রামাঞ্চলে ব্যবসা চালু করতে অনিচ্ছুক। অন্য দিকে গ্রামাঞ্চলের প্রধান ব্যাংকিং সংস্থা হিসেবে গ্রামীণ ব্যাংকগুলোও কৃষকদের বিপুল পরিমাণ আমানত দিয়ে শহরাঞ্চলের নির্মানে বরাদ্দ করেছে। সুতরাং মৌলিকভাবে বলতে গেলে চীনের কৃষকরা সহজেই অর্থ সংগ্রহের উপায় খুঁজে বের করতে পারে না।
উল্লেখিত সমস্যাগুলোর সমাধান করা, বাস্তবে গ্রামাঞ্চলের ব্যাংকিংএর সেবার মান উন্নত করা, গ্রামাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে চীনের ব্যাংক শিল্প তত্ত্ববধানও ব্যবস্থপনা কমিশনের সদ্য প্রকাশিত এক বিধানে বলা হয়েছে, বাজারের মৌলিক নীতি অনুযায়ী, চীন গ্রামাঞ্চলের ব্যাংকিং সংস্থার প্রবেশের নীতিপন্থা পুনরুদ্ধার ও হ্রাস করবে। তা ছাড়া, গ্রামাঞ্চলে ব্যাংকগুলোর ব্যবসা মূল্যও কমানো হবে। ২৬ ডিসেম্বর আয়োজিত ফোরামে চীনের ব্যাংক শিল্পের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা কমিশনের চেয়ারম্যান লিও মিন খাং বিশেষভাবে নতুন বিধানের মৌলিক বিষয়বস্তু ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন,
গ্রামাঞ্চলে পুঁজি আনার আয়ত্ত ও সীমা উন্মুক্ত করা এবারের নীতিপন্থা পুনরুদ্ধারের প্রধান বিষয়। এ নীতি পুনরুদ্ধার করার ফলে গ্রামাঞ্চলে পুঁজিবিনিয়োগ করার জন্যে দেশ-বিদেশের ব্যাংকগুলোর পুঁজি, উত্পাদন শিল্পের পুঁজি এবং বে সরকার পুঁজি বিনিয়োগ উত্সাহ দেয়া হয়েছে। তা ছাড়া, গ্রামাঞ্চলে ব্যাকিং সেবা উন্নত করতে হবে।
লিও মিন খাং বলেছেন, নতুন বিধানে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে তা হল সমস্ত ধরনের পুঁজিকে গ্রামাঞ্চলের ব্যাংকিং বাজারে ব্যবসার চালু করা। তা ছাড়া চীন চাঁরটি রাষ্ট্রীয়াত্ত বাণিজ্যিক ব্যাংক সহ প্রধান প্রধান বাণিজ্যিক ব্যাংকগুলোকে গ্রামাঞ্চলে গিয়ে তাদের শাখা ব্যাংক গড়ে তোলার উত্সাহ দেবে। নানা ধরনের উপায়ে গ্রামাঞ্চলে ব্যাংকিং সেবা সরবরাহ করা হবে।
চীনের ব্যাংক তত্ত্বাবধান ও ব্যাবস্থাপনা কমিশনের সদ্য প্রকাশিত নতুন নীতির এবারের ব্যাংকিং সংক্রান্ত ফোরামে অংশ গ্রহণকারীরা প্রশংসা করেছেন। তবে ব্যাংকিং শিল্পের কোন কোন বিশেষজ্ঞরা বলেছেন, নতুন নীতির আরও বিশদ বিষয়বস্তুর পূরণ দরকার। চীনস্থ এশিয় উন্নয়ন ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ঠান মিন বলেছেন,
আন্তর্জাতিক অভিজ্ঞতার দিক থেকে প্রমাণিত হয়েছে , অনুন্নত অঞ্চলে ব্যাংকিং সংস্থা সাধারণত গণ কল্যাণের স্বার্থে প্রতিষ্ঠিত হয়। যদি না হয় তাহলে গরিব মহিলাদের জন্যে ঋণ দেওয়া হবে না। সুতরাং ভবিষ্যতে চীনের ব্যাপক গ্রামাঞ্চলে ক্ষুদ্র ঋণদান ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে হবে। এবারের ফোরামে অংশ গ্রহণকারীরা চীন সরকারের উদ্দেশ্যে আইন সম্পূর্ণ করার মাধ্যমে প্রাসঙ্গিক নীতি পুনরুদ্ধার করার আহ্বান জানিয়েছেন।
|
|
|