চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও বলেছেন , চীন পরিবার পরিকল্পনা নীতিতে অবিচল থাকবে এবং জনসংখ্যা ও পরিবার পরিকল্পনার কাজ আরো জোরদার করবে ।
চীনের জনসংখ্যা ও পরিবার পরিকল্পনার কাজকর্ম সংক্রান্ত আধিবেশন ২৬ ও ২৭ ডিসেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে । এই অধিবেশনে ওয়েন চিয়া পাও এ কথা বলেছেন ।
তিনি বলেছেন , চীন জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা নীতিতে অবিচল থাকবে , নিম্নপ্রসব ক্ষমতার হার স্থিতিশীল রাখবে , পরিবার পরিকল্পনার দিক থেকে ক্ষতি পূরণ ও বীমা ব্যবস্থা পূর্ণাঙ্গ করে তুলবে , পরিবার পরিকল্পনা বাস্তবায়নের জন্য জনসাধারণকে পরিচালনা করবে , জনসংখ্যার উত্কৃষ্টতা বাড়াবে , বয়স্কদের সংখ্যা বেড়ে যাওয়ার সমস্যা সমাধানের ওপর গুরুত্ব দেবে এবং শহরে কর্মরত কৃষকদের পরিবার পরিকল্পনা বিষয়ক ব্যবস্থাপনা ও পরিসেবা জোরদার করবে ।
|