v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-12-27 17:35:37    
দাঁতের রোগ সংক্রান্ত কয়েকটি ভুল ধারণার

cri

    ১. দাঁতে ব্যথা হলে অবিলম্বে তা তুলে ফেলা

    কিছু দন্ত রোগী সাধারণ জীবনে নিজেদের দাঁত ভালভাবে যত্ন করে নি এবং দাঁতের রোগে আক্রান্ত হওয়ার সময় চিকিত্সা না করে সরাসরি হাসপাতাল গিয়ে দাঁতকে তুলে ফেলে । বিশেষজ্ঞরা মনে করেন, দাঁত রোগে আক্রান্ত হলে দাঁত সংরক্ষণের ভিত্তিতে চিকিত্সা করাই ভালো, সরাসরিভাবে দাঁত তুলে ফেলা ভালো নয় । তা ছাড়া, দাঁত ব্যথার সময় তা তোলাও ঠিক নয় । সহজভাবেই রোগসঞ্চারিত হতে পারে ।

    ২.বাচ্চাদের পর্ণমোচী দাঁত পরিকল্পিতভাবে পড়ে যাওয়ার জন্য তাদের দাঁতের চিকিত্সা করে না

    বাচ্চাদের পর্ণমোচী দাঁতের উন্নয়ন তাদের ভবিষ্যত স্থায়ী দাঁতের উন্নয়নের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে । বিশেষজ্ঞরা মনে করেন, বাচ্চাদের সুন্দর স্বাস্থ্য ও স্থায়ী দাঁতের জন্য ভালভাবে পর্ণমোচী দাঁত সংরক্ষণ করুন ।

    ৩. কঠিন বস্তু দিয়ে দাঁত ধুলে দাঁতের এনামেল হারিয়ে যাবে

    কিছু দন্ত রোগী মনে করেন ,হাসপাতাল গিয়ে যন্ত্রপাতি দিয়ে দাঁত পরিস্কার করলে দাঁতের ওপরের এনামেল নষ্ট হবে । এর জন্য তাঁরা নিয়মিতভাবে হাসপাতাল গিয়ে দাঁত পরিস্কার করেন না । আসলে হাসপাতালে ডক্তার রঞ্জন রশ্মি যন্ত্রপাতি ব্যবহার করে দাঁত পরিষ্কার করেন , এতে দাঁতের কোনো ক্ষতি হয় না ।

    ৪. স্নায়ুবিহীন দাঁতে ব্যথা হয় না

    দাঁতের ব্যথার কারণ অনেক বেশি । অনেক লোকই মনে করেন , স্নায়ুবিহীন দাঁতে ব্যথা লাগে না । কিন্তু মুখে বেশি রোগজীবানু থাকলে , দাঁতের ব্যথা এবং দাঁতের মাঢ়ি ফুলে যাবে । যদি যথাযত সময় চিকিত্সা করা না হয় , তাহলে দাঁতের ব্যথা গুরুতর হবে এবং দীর্ঘকাল ধরে এ রোগ সহ্য করে যাতে হবে ।

    ৫. দাঁতের রোগের চিকিত্সার সময় কমানো

    দাঁতের রোগের চিকিত্সা করতে দীর্ঘ সময় লাগে । হাল্কা রোগীরা এক বা দুই বার চিকিত্সা করলেই চলে । যাদের দাঁতের রোগ গুরুতর , তাঁদের চিকিত্সা গ্রহণ করার সময় বেশি লাগবে । যদি কম সময় চিকিত্সা করে, তাহলে দাঁতের রোগ সাড়ানোর জন্য তা অসহায়ক হবে ।

    অনেক লোক দাঁতের রোগের চিকিত্সায় ভয় পায় ।এ জন্য অধিকাংশ দাঁতের রোগী দাঁতের ব্যথায় শুধু নিজস্বভাবে কিছু ঔষধ খায়, হাসপাতালে যায় না । ফলে তাদের দাঁতের রোগ গুরুতর আকার ধারণ করে ।এবং সবচেয়ে ভালো চিকিত্সার সময় পার হয়ে যায়।

    আশা করি, আপনারা আজকের অনুষ্ঠান শোনার পর, যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের দাঁতের রোগের চিকিত্সা করবেন । যাতে এসব দাঁতের রোগ এড়ানো যায় ।