শ্রীলংকার প্রধানমন্ত্রী রাটনাসিরি বিক্র মানায়াক ২৬ ডিসেম্বর ভারত মহাসাগরে সুনামীর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় সারা দেশের জনগণদেরকে ঐক্য বজায় রাখা এবং সংকট মোচন করার আহ্বান জানিয়েছেন। যাতে সুনামীর পর পুনর্গঠন কাজ সম্পন্ন করা এবং রাষ্ট্রীয় উন্নয়ন দ্রুততর করা যায়।
তিনি এদিন রাজধানী কলম্বোর প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণে পারালিয়ায় অনুষ্ঠিত স্মরণ সভায় বলেছেন, দু'বছর আগে সুনামী হবার পর শ্রীলংকার জনগণ এখনো ত্রাণকর্ম ও পুনর্গঠনের কাজ করছে। তিনি আশা করেন, পরবর্তী এই সংহতির মনোভাব বজায় থাকবে। তিনি সুনামির পর শ্রীলংকাকে বিরাট সাহায্য দেয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়কে ধন্যবাদ জানিয়েছেন।
|