গত ৬ বছরে উত্তর-পশ্চিম চীনের নিং সিয়া হুয়ে জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের উ চুং , চুং ওই ও কু ইউয়ান শহরের কয়েকটি জেলার মোট ৯০ হাজারেরও বেশি কৃষক দুর্বল প্রাকৃতিক পরিবেশসম্পন্ন এলাকা থেকে হোয়াং হো নদীর পানি সেচাধীন এলাকায় স্থানান্তর করেছেন ।
এসব কৃষক হোয়াং হো নদীর পানি সেচাধীন এলাকায় বসতি স্থাপনের পর গড়ে প্রত্যেক কৃষক ০.১৭ হেক্টর পানি সেচাধীন জমি পেতে পারেন যাতে তাদের জীবনের মৌলিক চাহিদা মেটানো যায় । পাশাপাশি বিশেষ চাষাবাদ ও পশু পালনের ক্ষেত্রে সরকার কৃষকদের নানা উপায়ে সাহায্য দিয়েছে ।
|