হে আমার প্রিয় সি আর আই
শহরে ও গ্রামে যেখানেই যাই তোমাকেই খুঁজে পাই
তুমি আমার মিষ্টি মধুর গান
তুমি আমার জীবনের সন্ধ্যান
যখনই অনুষ্ঠান শুরু হয়ে যায়
আমার এ মন আনন্দে ভরে যায়
হে আমার প্রিয় সি আর আই
তোমাকেই প্রতিদিন শুনতে চাই।
---বাংলাদেশের পাবনা জেলার পুন্ডুরিয়ার ডি এক্স রেডিও লিসনার্স ক্লাবের মো: শফিকুল ইসলাম।
|