চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটির পরিচালক মা খাই সম্প্রতি পেইচিংয়ে বলেছেন, আগামী বছর চীন যৌক্তিকভাবে পুঁজি বিনিয়োগ বৃদ্ধি নিয়ন্ত্রণ করবে, পুঁজি বিনিয়োগের কাঠামো সুবিন্যস্ত এবং পুঁজি বিনিয়োগের ফলপ্রসূতা উন্নত করার ক্ষেত্রে আরো গুরুত্ব দেবে।
তিনি বলেছেন, আগামী বছর চীন জমি, পরিবেশ সংরক্ষণ, জ্বালানী সাশ্রয় এবং লোকসান কমানোর প্রক্রিয়া যথাযথভাবে উন্নত এবং কঠোরভাবে কার্যকরী করবে। প্রকল্পের নির্মাণ দেশের সংশ্লিষ্ট শিল্প নীতি ও উন্নয়ন নিয়মাবলীর সঙ্গে সংগর্তিপূর্ণ করতেই হবে। গ্রামীণ উত্পাদন ও জীবন যাত্রার মান, বুনিয়াদী শিক্ষা ও গণ-স্বাস্থ্য, পশ্চিমাঞ্চলের মহা-উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দ করবে। এর পাশা পাশি, ভর্তুকি, ঋণসহ বিভিন্ন অর্থনৈতিক উপায়ে আরো বেশী সামাজিক পুঁজি পরিসেবা, স্বতন্ত্র নবায়ন ও উদ্ভাবন, পরিবেশ সংরক্ষণ ও জ্বালানী সাশ্রয় এবং লোকসান কমানো ক্ষেত্রেবরাদ্দ ত্বরান্বিত করবে।
|