২৬ ডিসেম্বর ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী কাপিল সিবাল বলেছেন, ভারত ২০০৭ সালের সেপ্টেম্বর মাসের আগে সুনামীর আগাম সতর্কতা ব্যবস্থা প্রতিষ্ঠা করবে।
ভারত মহাসাগরে সুনামীর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে তিনি বলেছেন, এই ব্যবস্থা ভারতের সমুদ্র উপকূলবর্তী এলাকায় রাখবে। এই ব্যবস্থা ১০ মিনিটের মধ্যে বিপর্যয় চিহ্নিত করার পর ২০ মিনিটের মধ্যে সতর্ক করতে পারবে।
জানা গেছে, ভারত সুনামী সতর্কতা ব্যবস্থা প্রতিষ্ঠার ২৭.৫ কোটি মার্কিন ডলার ব্যয় করবে।
২০০৪ সালের ২৬ ডিসেম্বর ভারত মহাসাগরে সুনামীতে দক্ষিণ-পূর্ব ভারতের উপকূলীয় অঞ্চলগুলো এবং আন্দামান-নিকোবার দ্বীপপুঞ্জ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়। সুনামিতে ১২ হাজার লোক নিহত এবং ৫৬ হাজার নিখোঁজ হয়।
|