চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ২৬ ডিসেম্বর পেইচিংয়ে বলেছেন, চীন জাপানের সঙ্গে দু'দেশের সম্পর্ক সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়ন ত্বরান্বিত করতে ইচ্ছুক।
হু চিন থাওয়ের সঙ্গে চীন সফররত জাপানের প্রতিনিধি পরিষদের স্পীকার, জাপানের আন্তর্জাতিক বাণিজ্য ত্বরান্বিত কমিটির চেয়ারম্যান কোনো ইয়োহেই ২৬ ডিসেম্বর সাক্ষাত্ করেছেন। সাক্ষাত্কালে হু চিন থাও বলেছেন, চীন-জাপান সম্পর্কের উন্নয়ন দু'দেশ ও দু'দেশের জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ, এশিয়া তথা বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য হিতকর, দু'দেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক স্বাগত পেয়েছে। চীন আশা করে, জাপানের সঙ্গে মিলে অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে বাস্তবভাবে চীন-জাপানের তিনটি রাজনৈতিক দলিল মেনে নিয়ে দু'পক্ষের মধ্যে স্বাক্ষরিত ধারাবাহিক গুরুত্বপূর্ণ মতৈক্য কার্যকর করবে, নিরন্তরভাবে দু'দেশের সম্পর্কের উন্নয়নের সফলতা সুসংবদ্ধ ও সম্প্রসারণ করবে, দু'দেশের সম্পর্কের মধ্যে স্পর্শকাতর সমস্যাগুলো ভালোভাবে সমাধান করবে, চীন-জাপান সম্পর্ক সুষ্ঠু ও স্থিতিশীলভাবে সামনে এগিয়ে নিয়ে যাবে।
কোনো ইয়োহেই বলেছেন, ভবিষ্যতে তিনি চীন ও জাপানের মৈত্রী এবং দু'দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতামূলক সম্পর্ক উন্নয়নের জন্য প্রচেষ্টা চালাবেন। জাপানের আন্তর্জাতিক বাণিজ্য ত্বরান্বিত কমিটি পরিবেশ সুরক্ষা, আঞ্চলিক ব্যবধান কমানোসহ নানা ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।
|