ভারত মহাসাগরে সুনামীর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নিহত পরিবার পরিজনের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করতে ২৬ ডিসেম্বর দক্ষিণ-পূর্ব ভারতের উপকূলীয় অঞ্চলগুলোতে প্রায় ১০ হাজার জনতা সুনামিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত তামিলনাডু রাজ্যের নাগাপাতিনাম অঞ্চলে একটি আনুষ্ঠানিক স্মৃতি অনুষ্ঠানের আয়োজন করে ।
নাগাপাতিনাম অঞ্চলের দুর্গতদের একটি প্রাথমিক স্কুলে ২ শোরও বেশি শিক্ষক ও ছাত্রছাত্রী আকারেইপেতাই মত্স্য শিকারী বন্দরে গিয়ে নিহতদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অংশ নিয়েছে ।
২০০৪ সালের ২৬ ডিসেম্বর ভারত মহাসাগরে সুনামিতে দক্ষিণ-পূর্ব ভারতের উপকূলীয় অঞ্চলগুলো এবং আন্দামান-নিকোবার দ্বীপপুঞ্জ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় । সুনামিতে ১২ হাজার লোক নিহত এবং ৫৬ হাজার নিঁখোজ হয় ।
|