সোমালিয়ার অন্তর্বর্তিকালীন সরকারের মুখপাত্র আবদিরাহমান ডিনারি ২৬ ডিসেম্বর বায়দোয়ায় বলেছেন, সোমালিয়ার অন্তর্বর্তিকালীন সরকারী বাহিনী অব্যাহতভাবে মোগাদিশুগামী সাম্প্রদায়িক সশস্ত্র দলকে পশ্চাদ্ধাবন করবে এবং সাম্প্রদায়িক সশস্ত্র দলকে আত্মসমর্পণের আহ্বান জানাবে।
ডিনারি বলেছেন, বায়দোয়ায় অন্তর্বর্তিকালীন সরকারকে ঘেরাওকারী সাম্প্রদায়িক সশস্ত্র যোদ্ধারা সরকারী বাহিনীর আক্রমনে রাজধানী মোগাডিশুর দিকে সরে যাচ্ছে। সরকারী বাহিনী সাম্প্রদায়িক সশস্ত্র দলের দখলকৃত বেশ কয়েকটি নগর পুনরায় দখল করেছে। ডিনারি সাম্প্রদায়িক সশস্ত্র যোদ্ধাদের প্রতিরোধ পরিত্যাগ করে শীঘ্রই আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য যে, সোমালিয়ার সাম্প্রদায়িক সশস্ত্র যোদ্ধা ও অন্তর্বর্তিকালীন সরকারের মধ্য এক সপ্তাহ ধরে লড়াই চলছে। যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলের হাজার হাজার অধিবাসী দেশ থেকে পালিয়ে গেছে। অন্তর্বর্তিকালীন সরকারের সমর্থনকারী ইথিওপিয়া ২৪ ডিসেম্বর স্বীকার করেছে যে, তারা সোমালিয়ায় সশস্ত্র সংঘর্ষে জড়িত। ২৫ ডিসেম্বর ইথিওপিয়ার জঙ্গী বিমান সোমালিয়ার সাম্প্রদায়িক সশস্ত্র যোদ্ধা নিয়ন্ত্রিত দুটি বিমান বন্দরে হামলা চালিয়েছে।
|