চীনের উপ-প্রধানমন্ত্রী চেং ফেই ইয়ান ২৬ ডিসেম্বর পেইচিংয়ে বলেছেন , চীন সরকার খনি সংস্থার নিরাপদ উত্পাদনের ব্যবস্থা আরো জোরদার করতে দৃঢ়প্রতিজ্ঞ ।
চীনের জাতীয় গণ কংগ্রেসের ষ্ট্যান্ডিং কমিটির এক অধিবেশনে তিনি বলেছেন , চীনের খনি সংস্থাগুলোতে নিরাপদ উত্পাদনের ব্যাপারে এখনো দুরূহ পরিস্থিতি বিরাজ করছে । কয়লা খনি ও অন্যান্য খনি সংস্থাগুলোতে গ্যাস বিস্ফোরণসহ নানা রকম দুর্ঘটনা মাঝে মাঝে ঘটে । এতে জনসাধারণের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় । পরিসংখ্যান অনুযায়ী , গত বছর চীনের কয়লা খনি সংস্থাগুলোতে ৩ হাজার ৩ শো দুর্ঘটনা ঘটেছে । ফলে ৫ হাজার ৯ শো জন নিহত হয়েছে ।
চেন ফেই ইয়ান বলেছেন , চীন সরকার খনি সংস্থার নিরাপদ উত্পাদন ও ব্যবস্থাপনা সংক্রান্ত ব্যবস্থা আরো জোরদার করবে , নিরাপত্তার দিক থেকে শ্রমিক ও প্রযুক্তিবিদদের প্রশিক্ষণ দেবে , জরুরী ত্রাণ ব্যবস্থা জোরদার করবে এবং এই ক্ষেত্রে আরো বেশি অর্থ বরাদ্দ করবে ।
|