চীনের গণ নিরাপত্তা মন্ত্রণালয়ের মাদক দমন ব্যুরোর উপ-মহাপরিচালক লিউ ইয়াও চিন ২৬ ডিসেম্বর পেইচিংয়ে বলেছেন , এ বছর চীনে মাদক দমন বিষয়ক দেশব্যাপী একটি অভিযান চালানো হয়েছে । ফলে মাদকের বিস্তৃতি মোটামুটি আয়ত্তে আনা হয়েছে ।
তিনি এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন , এ বছর চীনের গণ নিরাপত্তা সংস্থা মাদকের উত্স রোধ এবং মাদকের সরবরাহ হ্রাসকে কেন্দ্র করে' মাদক দূরীকরণ সংক্রান্ত ব্যবস্থা জোরদার করেছে । এ বছরের প্রথম ১১ মাসে চীনে মাদকের সঙ্গে জড়িত মোট ৩৬ হাজারটি ঘটনার উদ্ঘাটন করা হয়েছে । ফলে ১.১ লাখ টন হেরোইন , আফিম ও হিমায়িত মাদক উদ্ধার করা হয়েছে ।
এবছর চীনের গণ নিরাপত্তা সংস্থা মাদক দমনের ব্যাপারে আশেপাশের দেশগুলোর সঙ্গেও সহযোগিতা জোরদার করেছে । চীন ও এই সব দেশ যৌথভাবে মাদক পাচারকারীদের গ্রেফতার করার অভিযান চালিয়েছে । ফলে বিদেশ থেকে চীনে মাদক চোরা চালানকারী ৩৬জন বড় পাচারকারী পুলিশের হাতে ধরা পড়েছে ।
|