২৫ ডিসেম্বর চীনের সমাজ বিজ্ঞান একাডেমি প্রকাশিত এক জরিপে দেখা গেছে, শতকরা ৯০ ভাগের কাছাকাছি জনসাধারণ চীনের সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি সম্বন্ধে আশাবাদী
চলতি বছর সারা চীন দেশে ' সমাজের সুষম ও স্থিতিশীলতা সংক্রান্ত যাচাই জরিপ চালানো হয়েছে। এই জরিপ ২৮টি প্রদেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলের গ্রামাঞ্চলের সাত হাজারেরও বেশী পরিবার অন্তর্ভূক্ত। এবারের জরিপ ৮৯ শতাংশ লোকজন ' বতর্মানে আন্তর্জাতিক মঞ্চে চীনের মযার্দা প্রশংসনীয়'---এ প্রসঙ্গে সম্মতি অথবা অত্যন্ত অন্তোষ প্রকাশ করেছেন। ৯০.৫ শতাংশ লোক চীনের আর্থ সামাজিক উন্নয়নের মোলিক ব্যস্থার প্রতি সন্তোষ বা অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন। ৭৫ শতাংশ লোক মনে করেন, বতর্মান সমাজ ' অত্যন্ত সুষম' বা ' অপেক্ষাকৃত সুষম'
|