ইরানের সরকারী বার্তা সংস্থা ২৫ ডিসেম্বর জানায়, ইরানের আণবিক শক্তি সংস্থার ভাইস চেয়ারম্যান মাহমুদ সাইদি সম্প্রতি বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহিত ইরানকে শাস্তি দেয়ার সংক্রান্ত সিদ্ধান্তের আইনী ভিত্তির অভাব ছিল। ইরান পরমাণু পরিকল্পনা অব্যাহতভাবে চালিয়ে যাবে।
তিনি ২৪ ডিসেম্বর সন্ধ্যায় নিরাপত্তা পরিষদের ১৭৩৭তম সিদ্ধান্ত প্রসঙ্গে বলেছেন, এই সিদ্ধান্তের ভিত্তি হচ্ছে জাতিসংঘ সনদের সপ্তম অধ্যায়। এই অধ্যায় অনুযায়ী,শাস্তি দেয়ার লক্ষ্য হচ্ছে শান্তি ও নিরাপত্তার জন্য এমন বিষয়ের ক্ষেত্র। তাই এটি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সংশ্লিষ্ট রিপোর্টের বিষয়বস্তুর সঙ্গে সংগতিপূর্ণ নয়। তিনি বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ইরানের পরমাণু সমস্যা নিয়ে কয়েকটি রিপোর্টে ইরান পরমাণু প্রযুক্তি শান্তিপূর্ণ ব্যবহারের পবিবর্তে অন্য ক্ষেত্রে স্থানান্তর করার কথা বলা হয়নি। তাই এই সিদ্ধান্তের আইনী ভিত্তি নেই।
|