চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের বৃদ্ধ লোক বিষয়ক কমিটির দায়িত্বশীল ব্যক্তি বলেছেন, তিব্বতের ইতিহাসে ১০০ বছর বয়স্ক লোকের সংখ্যা এখন সবচেয়ে বেশি । তিব্বত ১০০ বছর বয়স্ক বৃদ্ধ লোকের সংখ্যার দিক থেকে বিশ্বের অন্যতমে পরিণত হয়েছে ।
সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা গেছে, তিব্বতের ২৭ লাখ লোকের মধ্যে ৮০ থেকে ৯৯ বছর বয়স্ক বৃদ্ধ লোকের সংখ্যা ১৯.৫ হাজারেরও বেশি, ১০০ বছরের বেশী বৃদ্ধ লোকের সংখ্যা ৭৯ জন ।
জানা গেছে, অধিকাংশ দীর্ঘায়ু লোক কৃষি অঞ্চলে বসবাস করেন । তাঁরা দীর্ঘকাল ধরে অসূক্ষ্ম চাউল, দুধ এবং খাঁসি ও গরুর মাংস খান । সাম্প্রতিক বছরগুলোতে পরিবহন পরিস্থিতির উন্নয়নের কারণে তাঁরা অনেক টাটকা সবজি খান ।
তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের পরিসংখ্যান ব্যুরোর এক খবরে জানা গেছে, জীবনযাত্রার মান এবং চিকিত্সা পরিস্থিতি উন্নত করার জন্য, তিব্বতীদের গড়পড়তা বয়স ১৯৫৯ সালে ৩৫.৫ বছর থেকে বর্তমান ৬৭ বছরে দাঁড়িয়েছে ।
|