ইথিওপিয়ার জঙ্গী বিমান সোমালিয়ার রাজধানি মোগাদিসুর আন্তর্জাতিক বিমান বন্দরে ২৫ ডিসেম্বর বোমাবর্ষণ করেছে। এতে কমপক্ষে একজন আহত হয়েছে। এটি হলো ইথিওপিয়ার প্রথমবারের মতো সোমালিয়ার ধর্মীয় সশস্ত্র গোষ্ঠী " ইসলামি আদালত লীগের" বিরুদ্ধে সরাসরি হামলা ।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, সেদিন সকালে ইথিওপিয়ার জঙ্গী বিমান সোমালিয়ার রাজধানি বিমান বন্দরে কমপক্ষে দুটি বোমা ছুঁড়ে । এতে একজন নারী আহত হয়েছে। অন্য খবরে বলা হয়েছে যে, মোট দু'জন বোমাবর্ষণে নিহত হয়েছে। চলতি বছরের জুন মাসে সোমালিয়ার ধর্মীয় সশস্ত্র গোষ্ঠী মোগাদিসু দখল করার পর এই আন্তর্জাতিক বিমান বন্দর আবার কাজ শুরু করা হয়েছে।
সম্প্রতি সোমালিয়ার ধর্মীয় সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে অন্তর্বর্তিকালীন সরকারের মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পেয়েছে। ২৪ ডিসেম্বর ভোরে ইথিওপিয়ার প্রতিরক্ষা বাহিনী সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে লিব্ত হয়। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী মেলেস জেনাওই এদিন রাতে এক টেলিভিশন ভাষণে বলেছেন, ইথিওপিয়ার সেনাবাহিনী অত্যাচারিত হয়ে সোমালিয়ার ধর্মীয় সশস্ত্র গোষ্ঠী " ইসলামি আদালত লীগের" সঙ্গে গুলি বিনিময় করেছে।
ই ইউ'র পালাক্রমিক সভাপতি রাষ্ট্র ফিনলান্ড এবং সাহেল-সাহারান রাষ্ট্রসমূহের মহাসচিবের দফতর ২৪ ডিসেম্বর পৃথক পৃথকভাবে বিবৃতিতে গুলি বিনিময়ে দু'পক্ষকে ধৈর্য বজায় রাখা এবং সব সামরিক তত্পরতা বন্ধ করার আহ্বান জানিয়েছে।
|