চীনের বাণিজ্য মন্ত্রণালয় ২৫ ডিসেম্বর পেইচিংয়ে ১০টি রফতানি পণ্যের প্রযুক্তিগত পরিসেবা কেন্দ্র গঠনের কথা ঘোষণা করেছে । এই সব কেন্দ্র শিল্প প্রতিষ্ঠানের জন্য প্রযুক্তিগত পরামর্শ যোগাবে , যাতে দিন দিন তীব্র হয়ে উঠা প্রযুক্তিগত ও বাণিজ্যিক প্রতিবন্ধকতা মোকাবেলা করা যায় ।
জানা গেছে , এ পর্যন্তচীনে ৩০টি রফতানি পণ্যের পরিসেবা কেন্দ্র গড়ে উঠেছে । এই সব প্রতিষ্ঠানের প্রধান কর্তব্য বিদেশী প্রযুক্তিগত মানদন্ড ও নীতি নিয়ে গবেষণা করা এবং শিল্প প্রতিষ্ঠানগুলোর রফতানি দ্রব্যের জন্য প্রযুক্তিগত পরামর্শ যোগানো । এর পাশাপাশি এই সব প্রতিষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক বাজারের প্রযুক্তিগত চাহিদার সঙ্গে খাপ খাওয়ার জন্য চীনের শিল্প প্রতিষ্ঠানের ক্ষমতা উন্নত করা হবে , যাতে বিদেশী প্রযুক্তিগত ও বাণিজ্যিক প্রতিবন্ধকতা কাটিয়ে উঠা যায় ।
|