বো আও এশিয়া ফোরামের মহাসচিব লুং ইউন থু ২৪ ডিসেম্বর পশ্চিম চীনের কুই ইয়াং শহরে এই মত প্রকাশ করেছেন যে , চীনের উন্মুক্ত নীতির কাঠামোতে চীনের পুরনো ও দেউলিয়া শিল্প প্রতিষ্ঠান কেনা বিদেশী পুঁজি আকর্ষণের এক ধরনের নতুন পদ্ধতিতে পরিণত হয়েছে । এটা মধ্য ও পশ্চিম চীনের উন্নয়নের জন্য নতুন সুযোগ বয়ে আনবে ।
লুং ইউন থু একই দিন শিল্প প্রতিষ্ঠানের উন্নয়ন সংক্রান্ত ফোরামে বলেছেন , আগে চীনে প্রধাণতঃ শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য বিদেশী পুঁজি আকর্ষণ করা হতো । ভবিষ্যতে বিদেশী পুঁজি আকর্ষণের মাধ্যমে মধ্য ও পশ্চিম চীনের দীর্ঘমেয়াদী উন্নয়ন দ্রুততর করা হবে । অর্থনীতির বিশ্বায়নের পদক্ষেপ দ্রুততর হওয়ার পাশাপাশি মধ্য ও পশ্চিম চীনে বিদেশী পুঁজি আকর্ষণের আরো বেশি সুযোগ সুবিধা দেখা যাবে ।
তিনি বলেছেন , মধ্য ও পশ্চিম চীনে আরো বেশি বিদেশী পুঁজি আকর্ষণ করতে হলে সর্বপ্রথমে পুঁজি বিনিয়োগের পরিবেশ উন্নত করতে হবে ।
|