এক শো পুরাকীর্তি বিশিষ্ট ভারতের একটি বিরাট আকারের পুরাকীর্তি প্রদর্শনী ২৫ ডিসেম্বর পেইচিংয়ের রাজধানী যাদুঘরে উদ্বোধন হয়েছে । ভারতের প্রত্নবিদ্যা ব্যুরোর উপ-মহাপরিচালক বলেছেন , এ পর্যন্ত এটাই বিদেশে ভারতের প্রাচীন পুরাকীর্তি বিষয়ক বৃহত্তম প্রদর্শনী ।
চীন-ভারত মৈত্রী বর্ষ-২০০৬ কর্মসূচীর অন্যতম প্রধান সাংস্কৃতিক বিষয় হিসেবে এবার ভারতের পুরাকীর্তি প্রদর্শনী চীনের রাষ্ট্রীয় পুরাকীর্তি ব্যুরো ও ভারতের প্রত্নবিদ্যা ব্যুরোর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ।
এবারকার প্রদর্শনীতে প্রদর্শিত ১ শো পুরাকীর্তি ভারতের ১১টি যাদুঘর থেকে বাছাই করা হয়েছে । এর মধ্যে বেশির ভাগ পুরার্কীতি প্রথম বারের মতো চীনে প্রদর্শিত হচ্ছে ।
খবরে প্রকাশ , এবারের প্রদর্শনী ১০ মাস স্থায়ী হবে । তা যথাক্রমে পেইচিং , হোনান , ছুংছিং ও কুয়াংতুংয়ে অনুষ্ঠিত হবে ।
|