চীনের আমদানী ও রপ্তানী ব্যাংক ২৫ ডিসেম্বর পেইচিংয়ে চীনের জাতীয় শিল্প ও বাণিজ্য ফেডারেশনের সঙ্গে আর্থিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে । এ চুক্তির উদ্দেশ্য হচ্ছে নীতির দিক থেকে আর্থিক পুঁজি ব্যবহার করে বেসরকারী শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক পুঁজি বিনিয়োগ আর আন্তঃদেশীয় ব্যবস্থাকে সাহায্য করা ।
চুক্তি অনুযায়ী চীনের জাতীয় শিল্প ও বাণিজ্য ফেডারেশন আমদানী ও রপ্তানী ব্যাংকের কাছে কিছু শক্তিশালী বেসরকারী শিল্পপ্রতিষ্ঠান এবং বৈদেশিক পুঁজি বিনিয়োজিত প্রকল্প সুপারিশ করবে । আমদানী ও রপ্তানী ব্যাংক এসব শিল্পপ্রতিষ্ঠানের জন্য বৈদেশিক ঋণ সহ বিভিন্ন আর্থিক সাহায্য দেবে । হাইটেক বিজ্ঞান ও প্রযুক্তির পণ্যদ্রব্যের রপ্তানী, বৈদেশিক প্রকল্প, প্রযুক্তি যন্ত্রপাতির পণ্যদ্রব্যের আমদানী, কৃষি পণ্যদ্রব্যের রপ্তানী এবং চীনা শিল্পপ্রতিষ্ঠানের বিদেশের পুরনো ও দেউলিয়া শিল্পপ্রতিষ্ঠানকে কেনা ঋণের অন্তর্ভুক্ত রয়েছে ।
সাম্প্রতিক বছরগুলোতে চীনের বেসরকারী শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক ব্যবসা দ্রুতভাবে উন্নত হয়েছে । রপ্তানীর মূল্য প্রত্যেক বছর বৃদ্ধির হার ৫০ শতাংশেরও বেশি ,বৈদেশিক পুঁজি বিনিয়োগও সুষ্ঠুভাবে উন্নত হচ্ছে । বেসরকারী শিল্পপ্রতিষ্ঠানের আন্তর্জাতিকায়ন প্রক্রিয়ায় পুঁজির অভাবসহ বিভিন্ন ঝামেলার সম্মুখীন হচ্ছে ।
|