লিবিয়ার নেতা মু'আম্মার আল-সাদ্দাফির মধ্যস্থতায় ২৪ ডিসেম্বর চাদ সরকার বিরোধী দলের সর্বোচ্চগণতান্ত্রিক সংস্কার পার্টির সঙ্গে লিবিয়ার রাজধানিতে শান্তি চুক্তি স্বাক্ষর করেছেন ।
স্বাক্ষর অনুষ্ঠানে চাদের প্রেসিডেন্ট ইদরিস দেবি বলেছেন, এই চুক্তি স্বাক্ষর চাদের স্থিতিশীলতা রক্ষায় নতুন পরিবেশ সৃষ্টি করবে। গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মোহামেদ নোউর আবদেলকেরিম বলেছেন, এই চুক্তি স্বাক্ষর চাদের জনগণের কাছে নববর্ষের একটি শ্রেষ্ঠ উপহার। তা হলো জাতীয় শান্তি ও সমঝোতা।
জানা গেছে, এ চুক্তি অনুযায়ী, দু'পক্ষ একমত হয়েছে যে, সামরিক তত্পরতা ও পারস্পরিক মতামত প্রচার করা বন্ধ করা হবে এবং কয়েদীদের মুক্তি দেয়া হবে ।
|