ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২৪ ডিসেম্বর বলেছেন, ইরানের জনগণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহিত ইরানকে শাস্তি দেয়ার সংক্রান্ত চুক্তিতে ভয় পায়না। ইরান পরমাণু পরিকল্পনা অব্যাহতভাবে ত্বরান্বিত করবে।
তিনি এদিন ইরান ও ইরাকের যুদ্ধ অংশ নেয়া বৃদ্ধ সৈন্যদের উদ্দেশ্যে ভাষণ দেয়ার সময়ে বলেছেন, পশ্চিমা দেশগুলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের মাধ্যমে ইরানের জনগণকে ভয় দেখানোর চেষ্টা চালাচ্ছে। এই চেষ্টা সফল হবে না। তিনি বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহিত ইরানকে শাস্তি দেয়া সংক্রান্ত চুক্তি ইরানের কোন ক্ষতি করতে পারবে। ইরান উদ্বিগ্ন নয়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাহমুদ আলি হোসেইনি এদিন এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহিত চুক্তি সংশ্লিষ্ট আইন নীতি লঙ্ঘন করেছে। তাই সংশ্লিষ্ট দেশ ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে আরো সহযোগিতা বজায় রাখার সিদ্ধান্ত বাস্তবায়ন করবে না।
|