গত শতাব্দীর ৯০ দশক 'সার্বিক সাহায্য' থেকে চীনের ট্রেড ইউনিয়ন দরিদ্র শ্রমিককে সাহায্য করা সংক্রান্ত 'দারিদ্র মোচন' প্রকল্প শুরু করার পর, বিভিন্ন পর্যায়ের ট্রেড ইউনিয়ন মোট ২৩.৪ বিলিয়ন ইউয়ান রেনমিনবি সংগ্রহ করেছে। ফলে ৬০ মিলিয়নেরও বেশী দরিদ্র শ্রমিক বিভিন্ন পর্যায়ে সাহায্য পেয়েছে।
চীনের জাতীয় ট্রেড ইউনিয়নের এক তথ্যজ্ঞাপন সভায় এ খবর জানানো হয়েছে।
জানা গেছে, কদিন পরেই ২০০৭ সালের নববর্ষ ও বসন্ত উত্সব। চীনের জাতীয় ট্রেড ইউনিয়ন তখন দরিদ্র শ্রমিকদের ৫০ বিলিয়ন ইউয়ান রেনমিনবি সাহায্য দেবে। এবারের এই সহায়তা প্রধাণতঃ দুর্গত অঞ্চলের শ্রমিকের প্রদান করা হবে। এর মধ্যে ২০ শতাংশ কর্মচ্যুত কর্মচারীদের এককালীন ভাতা ও শ্রমিকদের কর্মসংস্থান প্রশিক্ষণে ব্যবহৃত হবে। চীনের জাতীয় ট্রেড ইউনিয়ন রেল-পথ মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে শহরে আসা গ্রামীণ ব্যক্তিদের গ্রামে ফিরে যেতে ও সাহায্য করবে।
|