২৪ ডিসেম্বর কম্পুচিয়ার রাজা নরোদম সিহামনির নেতৃত্বে একটি প্রতিনিধিদল চীনের আনহুই প্রদেশের হেফেই শহরে পৌঁছেছে। দলটি সেখানে চারদিন অবস্থান করবেন।
আনহুই প্রদেশের গভর্নর ওয়াং চিনশান রাজা সিহামনির সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, চীন ও কম্পুচিয়া হচ্ছে বন্ধুপ্রতীম দেশ এবং সার্বিক সহযোগিতার অংশীদার। দু'পক্ষের মধ্যে রাজনৈতিক ও পারস্পরিক আস্থা, অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক কল্যাণমূলক সহযোগিতা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে পারস্পরিক সমর্থন রয়েছে। তিনি বিশ্বাস করেন, সিহামনির সফর দু'দেশের মৈত্রী ও সহযোগিতাকে নতুন পর্যায়ে নিয়ে যাবে। তাছাড়া আনহুই প্রদেশ সরকারের সমঝোতার মাধ্যমে আনহুই প্রদেশ ও কম্পুচিয়ার মৈত্রীর উন্নয়নে একটি নতুন সঙ্গে সাধিত হবে।
২১ ডিসেম্বর রাজা সিহামনির নেতৃত্বে প্রতিনিধিদলটি পেইচিংয়ে পৌঁছে চীনে তাদের অনানুষ্ঠানিক সফর শুরু করেন।
|